কাজী আশিকুর রসুল আর আরেফিন রাফি, নতুন যুগের পথ দেখানো দারুণ এক “ডায়নামিক ডুয়ো।” একজন আর্টিস্ট যেভাবে সাধারণ পাথরের টুকরো ভেঙে তৈরি করেন অনন্যসাধারণ আর্ট, তারাও একইভাবে পালটে দিচ্ছেন বাংলাদেশের টেক বিজনেসের ভবিষ্যৎ!
শুধু দক্ষ লিডারই নন, তারা পরিশ্রমী, তাদের সাফল্যই সেটার প্রমাণ। কাজীর উদ্যোক্তা জীবনের শুরু সেই কৈশোরে, এরই মধ্যে লিড করেছেন তিন তিনটা কোম্পানিকে/ নেতৃত্ব দিয়েছেন তিন তিনটা কোম্পানিতে! তিনি জাত স্বপ্নদ্রষ্টা, যার মূল লক্ষ্য শুধুই টাকা কামানো নয়, বরং মানুষের চাকরির সুযোগ তৈরি করে দেয়া। সাথে আছেন আরেফিন রাফি- বিদেশের বিলাসের জীবন ফেলে ফিরে এসেছেন, পারিবারিক ব্যবসায় নতুনত্ব আনতে। দুজনের সম্মিলিত টেকনোলজি আর বিজনেসের স্কিল/দক্ষতা নিয়ে তারা প্রস্তুত, বাংলাদেশের অর্থনীতিতে এক জাদুর ছোঁয়া আনতে, এটিকে আরও বড়ো করতে।
আর জানেন, শার্ক ট্যাংকে আসাটা এই দুই খ্যাপাটে তরুণের খুব হিশেব করে প্ল্যান করা না। একদমই না! হঠাৎ পাওয়া গুপ্তধনের মতই এক দুবাই ট্রিপে শার্ক ট্যাংক বাংলাদেশের খবরটা তারা পেয়েছিলেন। কিন্তু এমন সুযোগ লুফে নিতে আর সময় নষ্ট করেন নি কেউই!
তো, তৈরি হয়ে নিন, কারণ এই শুক্রবার আমরা যাচ্ছি সোজা বঙ্গ’তে, ঠিক রাত দশটায়! কাজী আর আরেফিন কি সত্যিই বড়ো কিছু নিয়ে আসছেন? শার্কদের মন কি গলবে? ঢাকার এই দুই টেকনোলজি এক্সপার্টদের বিজয়ের পথের জার্নিতে সঙ্গী হোন। এই যাত্রাটা জমবে, বন্ধুরা! বাক্সপেটরা রেডি তো? যাওয়া যাক।