মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
spot_imgspot_img
Homeউদ্যোক্তাদের গল্পশার্ক ট্যাংক বাংলাদেশ- চোখ এবার শায়লা শারমিনের দিকে

শার্ক ট্যাংক বাংলাদেশ- চোখ এবার শায়লা শারমিনের দিকে

শার্ক ট্যাংক বাংলাদেশ চলে এসেছে চায়ের কাপে ঝড় তুলতে, দুর্দান্ত সব উদ্যোক্তাদের নিয়ে। তাদেরই একজন, শায়লা শারমিন, আসছে ট্যাংক মাতাতে। ধীরস্থির মন আর দৃঢ়প্রতিজ্ঞ লক্ষ্য নিয়ে আসছে দর্শকদের মন জয় করতে, সম্ভবত প্রথম এপিসোডেই।  

উত্থানপতন, স্বপ্ন ভাঙা, আবার গড়া- এই সব নিয়েই শারমিনের উদ্যোক্তা-জীবন। বাবার অসন্তুষ্টি, রাজি না থাকা- ছকে বাঁধা জীবনকে ভেঙে নতুন কিছু করার ঝুঁকি- সব পার করেই শারমিন তার স্বপ্নের দিকে এগিয়েছে। আর শেষ হাসিটা কিন্তু তারই, দারুণ না?

শারমিন একজন স্ব-প্রতিষ্ঠিত নারী। ব্যবসার প্রতিটা বিষয় তার নিজে নিজে শেখা, স্বশিক্ষিত এক্সপার্ট বোধহয় একেই বলে!  

আর এখানেই আমাদের শার্কদের কাজ শুরু। শোনা যাচ্ছে, শার্করা আন্ডারডগের গল্প/ছোটো থেকে উঠে আসা উদ্যোক্তাদের গল্প ভালোবাসেন। আমাদের ডি আই ওয়াই রাণী কি পারবে ফাইনাল পর্যন্ত পৌঁছে একটা ডিল আদায় করতে? সময়, স্পষ্ট বিজনেস প্ল্যান, আর আমাদের শার্করাই এটা ভালো বলতে পারবেন।

উত্তেজনার জ্বরে ভুগতে ভুগতে আমরা শুধু এটাই বলছি- উদ্যোক্তার লড়াই শুরু হোক! শারমিন, ঠিকমতো প্রস্তুত হয়ে নাও, শার্করা কিন্তু ওত পেতে বসা! আর মাত্র… ইশ আর তর সইছে না! শায়লাকে অনেক শুভকামনা, তোমার এই যাত্রা যেন অনেকদূর যায়, আমরাও অধীর হয়ে আছি তোমার এই যাত্রা দেখতে!

তৈরি হয়ে নিন দর্শক! পপকর্ন নিয়ে বসে পড়ুন। শার্ক ট্যাংক ঝড় তুলতে চলে আসছে! প্রথম এপিসোড আসতে আর দেরি নেই, আগ্রহ আর উত্তেজনা বেড়েই চলেছে।

খেলা শুরু হয়ে যাক! শার্করা ডুব দিক। আর শারমিনরা এগিয়ে যাক!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Shark Tank Bangladeshspot_img

Most Popular

Recent Comments