বৃহস্পতিবার, সেপ্টেম্বর 19, 2024
spot_imgspot_img
Homeউদ্যোক্তাদের গল্পইংলিশ চ্যাম্পের দুর্দান্ত উদ্যোক্তাদের গোপন জীবন উদঘাটন

ইংলিশ চ্যাম্পের দুর্দান্ত উদ্যোক্তাদের গোপন জীবন উদঘাটন

হ্যালো, আমার প্রিয় গোয়েন্দারা! রহস্যের সিন্দুকের তালা খুলে ফেলুন, আজ আমরা এক রহস্যময় কোম্পানির ভেতরের গল্পের শুনতে যাচ্ছি। ঠিক ধরেছেন বন্ধুরা! তৈরি হয়ে নিন, আজ আমরা রহস্য উদঘাটন করছি “ইংলিশ চ্যাম্প” এর।  

এরা যেন উদ্যোক্তাদের মধ্যে একটা গুপ্তচরের দল। এদের কাজকর্মের কোনও প্রমাণ এরা রাখে না। কিন্তু তারপরও আমি এই “মিশন ইম্পসিবল” এ নেমে গেছি, এবং জানেন, এরকম এক্সাইটিং কাজ আমি খুব কমই করেছি।

এই রহস্যময় সাম্রাজ্যের ফাউন্ডাররা এমন একটা সময়ে উদ্যোক্তা-জীবন শুরু করেছিলো, যখন আমরা বাকিরা হয়তো মাঠে বা পিসির সামনে খেলতে ব্যস্ত। তাদের একজনের নাম হৃদয়, করপোরেট চাকরি আর নিজের ব্যবসা- দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছেন। তিনি নিজেকে প্রবলেম সলভার দাবি করেন। কেউ যদি সুপারহিরোর অফার করে, হৃদয়ই সেটার প্রথম দাবিদার!  

কাজের প্রতি তাদের নিবেদন মনে দাগ কেটে যায়। সবাই কাজপাগল মানুষ, তাদের ছুটির দিনটাও কাটে কম্পিটিটরদের স্টাডি করতে করতে। পাকা ব্যবসায়ী সবাই! অন্যের উপর নজর রাখা আসলে সবসময় খারাপ না!

আর কাজের ফাঁকে যদি অবসর সময় পাওয়াও যায়, সেটাও কেটে যায় নতুন জ্ঞানের খোঁজে। তাদের অবসর সময়টাকে হয়তো বাকিদের কাছে অবসর মনে না হয়ে কলেজের কোনও লেকচার মনে হতে পারে, কিন্তু এগিয়ে যাবার জন্য তো এটাই দরকার, না কি? এরা হয়তো ওয়ার্ল্ডকাপ ফাইনালের রাতকেও ব্যবসায়িক স্ট্র্যাটেজি নাইট বানিয়ে দিতে পারে!

চ্যালেঞ্জ তাদের কাছে নেশার মত, নতুন চ্যালেঞ্জ লাগবেই। তাদের বন্ধুত্বের সম্পর্কটাও চোখে পড়ার মত। সবাই যেন এক ব্যবসায়িক পরিবারের অংশ।

মজার ব্যাপার হচ্ছে, তারা মেন্টরের খোঁজে এসেছে, কিন্তু যেনতেন কেউ হলে চলবে না। তারা এসেছে সেরাদের সেরা মেন্টর খুঁজতে, অর্থাৎ, আমাদের শার্কদের। ভাববেন যে ইংলিশ চ্যাম্প শার্ক ট্যাংকে টাকার জন্য এসেছে। তাদের জন্য, শার্ক ট্যাংক একটা মুক্তমঞ্চ, যেখানে তারা নিজেদের সেরাটা দেখাবে, প্রশংসা কুড়াবে, আর নেমে পড়বে শার্কদের সাথে ব্যবসার জগতে।  

ইংলিশ চ্যাম্পের উদ্যোক্তাদের উৎসাহ-উদ্দীপনা দেখে নিজের মধ্যেই একটা শক্তি চলে আসে। তাদের ব্যবসার তরী কি ভাসবে, না ডুববে? শোবিজের ভাষাতেই বলতে হয়, “জানতে হলে চোখ রাখুন, আমাদের ‘বিনিথ দ্যা ট্যাংক’ এর পরের পর্বে!”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Shark Tank Bangladeshspot_img

Most Popular

Recent Comments