হ্যালো বন্ধুরা, শার্ক ট্যাংক এসে পড়েছে শহরে, প্রতীক্ষার প্রহর গুনছে শহরবাসী, উত্তেজনায় ভরপুর চারপাশ! যেদিকেই তাকাচ্ছি, শার্ক ট্যাংকের নীল রঙে যেন ছেয়ে আছে। মনে হচ্ছে পুরো শহরে আনন্দের বন্যা বইছে, আপনাদেরটা জানি না, আমার কিন্তু দারুণ লাগছে!
চারিদিকে বিরাট সব বিলবোর্ড, চোখ ধাঁধানো ঝলমলে ডিজিটাল ব্যানার। মন চাইছে সারাক্ষণ কোনও পর্যটকের মত উৎসুক চোখ নিয়ে সারা শহর খুঁজে শার্ক ট্যাংকের বিজ্ঞাপন দেখতে থাকি! একটাও মিস করা যাবে না!
আর শুধু আমিই না। আমার বন্ধুরাও আমাকে শহরের আনাচে-কানাচে খুঁজে পাওয়া ছবি পাঠাচ্ছে, এই মার্কেটিং মহাযজ্ঞ দেখে ওরা সবাই মুগ্ধ! আর মুগ্ধ না হয়েও উপায় কই?
এই মহাযজ্ঞের জ্বরে ভুগছি আমরা সবাই। চারিদিকে উৎসাহের কলরব, হাজারও অনুমান, লাখো আলোচনা। শার্ক ট্যাংক এক গণজোয়ার সৃষ্টি করেছে, যে জোয়ারে ভেসে যাচ্ছি আমরা সবাই!
তো, আপনারাও পপকর্ন নিয়ে সোফায় গা এলিয়ে বসে পড়ুন! আমি প্রস্তুত, আমার বন্ধু আর পরিবার নিয়ে রাত ১০টায় শার্ক ট্যাংকের প্রিমিয়ার দেখতে! আর আমাদের সবার একটাই আশা, শার্ক ট্যাংকের মেঘ যেভাবে গর্জেছে, ঠিক সেভাবেই যেন বর্ষেও! কারণ, যদি সেটা না হয়, শার্ক ট্যাংকের নীল সাগরের বদলে হতাশার সাগরে ডুবতে হবে সব্বাইকে!
দলবেঁধে যোগ দিন এই আকর্ষণীয়, মজার শার্ক ট্যাংকের রোলারকোস্টারে। সবাই রেডি তো, আজকের সফরটা জমবে!