আমার কিছু অনলাইন আউটরিচ সেশানে যোগ দেয়ার সুযোগ হয়েছিল, সেগুলোতে সবধরণের ব্যবসার কথাই শোনা যাচ্ছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ঐতিহ্যবাহী হস্তশিল্প থেকে শুরু করে ঢাকার অত্যাধুনিক প্রযুক্তির স্টার্টআপ- বোঝাই যাচ্ছে দেশে প্রত্যয়ী উদ্যোক্তার কোনও কমতি নেই।
কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে শার্করা সমাজের বিভিন্ন পর্যায় থেকে উঠে আসা দারুণ কিছু নারী উদ্যোক্তাদের কথা বলেছিলেন, এবং তাদের ট্রেইলার থেকে এটা স্পষ্ট যে তারা নারী ব্যবসায়ীদের এগিয়ে নেবার দিকে আলাদা ফোকাস দিচ্ছেন। ইলেকট্রিক বাইক, স্কিনকেয়ার সামগ্রী, স্টাইলিশ কাপড়- ট্রেইলারে হালকা ঝলক দেখেছি, পুরোটা তো বাকিই রইলো! প্রায় ৬০ জন উদ্যোক্তা নিয়ে এবারের ট্যাংকের সিজন- মনে হচ্ছে একটা চমৎকার আর বৈচিত্র্যময় লাইনআপ দেখতে যাচ্ছি!
এখন ব্যবসার ক্যাটাগরিতে আসি, এখানে আসলে অনুমান করা যাচ্ছে না। হেলথকেয়ার, সফটওয়্যার, হার্ডওয়্যার- যা কিছু ভাবা যায়, হয়তো সবই দেখতে পাবো। আর হ্যাঁ, হ্যান্ডমেইড ক্রাফটস, মজাদার খাবার, ফাঙ্কি ফ্যাশন- এসব তো থাকবেই। উদ্যোক্তারা কেমন উদ্ভাবন বা বিপ্লব নিয়ে আসবেন- হয়তো নিশ্চিতভাবে জানি না। কিন্তু এটা নিশ্চিত, আমি মুগ্ধ হতেই বসে আছি!
তো রেডি হয়ে যান উৎসাহ জানাতে, দারুণ কিছু কোম্পানি মাঠে নামছে বড়ো কিছুর আশায়। তাদের জাদু দেখার অধীর অপেক্ষায়!