দারুণ খবর! আগামী ২৬ তারিখ বাংলাদেশে শার্ক ট্যাংকের লোকাল সংস্করণ শুরু হতে যাচ্ছে! আমাদের দেশের উঠতি উদ্যোক্তা-সংস্কৃতিতে এই শো একটা ভালো প্রভাব ফেলবে- এই আশায় আগ্রহী হয়ে আছি আমি সহ আরও অনেকেই। আমাদের দেশে যেখানে উদ্যোক্তা হওয়াটাকে অতোটা উৎসাহ দেয়া হয় না- শার্ক ট্যাংক এই পুরো দৃষ্টিভঙ্গি পালটে ফেলতে পারে, লাখো তরুণকে অনুপ্রাণিত করতে পারে উদ্ভাবনের শক্তিতে পরিবর্তন ঘটাতে।
লঞ্চিং ইভেন্ট দেখেই বোঝা হচ্ছে, ব্যাপারটা বেশ জমবে! আমি তো আশায় বুক বেঁধে আছি- এই শো আমাদের ব্যবসার পুরো ইকোসিস্টেমটাকেই ঢেলে সাজাতে পারবে, নতুন একটা জোয়ার আনতে পারবে। কিছু কিছু শার্ক তো বিশাল প্রফিটের ভবিষ্যৎবাণীও করে ফেলছেন। যদিও একমাত্র সময়ই বলতে পারবে তাদের ইনভেস্টমেন্টের তরী ভাসবে না কি ডুববে। মজার ব্যাপার হচ্ছে, শার্করা এবং বঙ্গের লিডারশিপ- দু পক্ষই বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তাদের দেখে অবাক হয়েছেন, মুগ্ধ হয়েছেন। শুনে খুব ভালো লেগেছে যে দেশের প্রতিটা কোণা থেকে প্রতিযোগীরা এসেছেন, নারী-পুরুষ নির্বিশেষে অংশগ্রহণ করছেন।
আমি তো অধীর হয়ে দেখার অপেক্ষা করছি, এই উদ্যমী উদ্যোক্তারা কতোকিছুর পসরা সাজিয়ে এনেছেন, আর শার্করাই বা কীভাবে তাদের এক্সপার্টিজ দিয়ে এই ব্যবসাগুলোকে বড়ো করার ব্যাপারে সাহায্য করছেন। শো নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে, ফ্যানদের তর সইছে না, কবে হবে প্রিমিয়ার।
আগামী ২৬ তারিখ শার্ক ট্যাংক আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে- এটাই আশা! তারিখটা মনে রাখবেন, বন্ধুরা- শার্ক ট্যাংক বাংলাদেশ আসছে আগামী ২৬ এপ্রিল, রাত দশটায়, একইসাথে বঙ্গ এবং দীপ্ত টিভিতে! মুগ্ধ হতে প্রস্তুত তো?