সোমবার, ডিসেম্বর 23, 2024
spot_imgspot_img
Homeশার্ক ট্যাংক বাংলাদেশডুব দিন শার্কের সাগরে- শার্ক ট্যাংক বাংলাদেশ এপিসোড ৩ রিক্যাপ

ডুব দিন শার্কের সাগরে- শার্ক ট্যাংক বাংলাদেশ এপিসোড ৩ রিক্যাপ

কী খবর, প্রিয় উদ্যোক্তা আর দর্শকবন্ধুরা! এই সপ্তাহে চলে এলো শার্ক ট্যাংকের তৃতীয় এপিসোড, আর কী উত্তেজনাটাই না ছড়ালো! তিনজন শার্কের অভিষেক হলো। সাউসান, ফাতিন ছড়িয়ে গেলেন বৈচিত্র্যের তাজা হাওয়া, সাথে ছিলেন কাজী, তাঁর অভিজ্ঞতার বিশাল ঝুলি নিয়ে। কিন্তু ওসব পরে। চলুন আগে দেখি এবার নতুন কী কী ব্যবসা ট্যাংক মাতাতে এলো।  

ইংলিশ চ্যাম্প-
প্রথমেই এলো ইংলিশ চ্যাম্প, দেশের শিক্ষাক্ষেত্রে একটা নতুন বিপ্লব ঘটাতে। একটা দারুণ পিচ, উদ্দেশ্যটাও মহান, শার্করা শুরু থেকেই টোপ গিলে বসা। তাদের লক্ষ্য শার্কদের কাছে প্রশংসা পেয়েছে, কিন্তু ভ্যালুয়েশান নিয়ে সবাইই খানিকটা সন্দিহান। একটা জমজমাট দরকষাকষির পর, একটা ডিল হলো, ১৮% ইক্যুইটির বিনিময়ে ২০ লাখ টাকার ইনভেস্টমেন্ট।

ইজি বাজার-
এরপর ট্যাংকে এলো ইজি বাজার, একটি বিশেষ জনগোষ্ঠীকে ক্ষুধামুক্ত করা এবং ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে। শার্করা এই মহৎ উদ্যোগের প্রশংসা করলেন ঠিকই, কিন্তু এটির বিজনেস মডেল বিবেচনা করে কেউই সামনে এগোননি। কিন্তু তারপরও, সামি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কথা দিয়েছেন এই উদ্যোক্তাকে সরকারি প্রণোদনা পেতে সাহায্য করবেন, যাতে এই মহতী প্রয়াস বিফলে না যায়।

পার্কওয়ে ফার্নিচার-
স্টাইলিশ এন্ট্রির মধ্য দিয়ে, পার্কওয়ে ফার্নিচার তাদের ট্রেন্ডি এবং একইসাথে সাশ্রয়ী ডিজাইন মঞ্চে তুলে ধরলো। প্রডাক্টের মানের দিকে ব্র্যান্ডের গুরুত্ব দেখে শার্করাও আগ্রহী হয়েছিলেন। সাউসান এবং ফাতিনের যৌথ প্রচেষ্টায়, পার্কওয়ে ১৮% ইক্যুইটির বদলে ৩০ লাখ টাকার বিনিয়োগের একটা ডিল পেতে সক্ষম হলো, সাথে আমাদের শার্কদের মূল্যবান অভিজ্ঞতা তো আছেই!

ওস্তাদ-
ওস্তাদ, একটি উদ্ভাবনী এডটেক প্ল্যাটফর্ম- চড়া ভ্যালুয়েশানের পরেও শার্কদের আগ্রহ যেখানে কমেনি। জমজমাট একটা দরকষাকষির পর, আমরা দেখতে পেলাম শার্ক ট্যাংক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়ো ডিল। এক কোটি টাকার ইনভেস্টমেন্টের বদলে আমাদের শার্করা পাবেন কোম্পানির ৬% ইক্যুইটি। প্রতি ইনভেস্টর পাবেন সরাসরি ১.৫২% ইক্যুইটি, আর বাকি ৪.৪৮% সমানভাগে ভাগ করা হবে অ্যাডভাইজরি শেয়ার হিসেবে। তার মানে, সামি আহমেদ ২%, ফাহিম মাশরুর ২% এবং কাজী মাহবুব ২%।  

আজ এটুকুই বন্ধুরা! এপিসোড ৩ কাটলো টানটান উত্তেজনায়, উদ্যোক্তাদের সফল হবার প্রত্যাশায়। উদ্যমী উদ্যোক্তাদের পুরো জার্নি দেখতে সোজা চলে যান বঙ্গতে। ততক্ষণ পর্যন্ত, স্রোতের বিপরীতে সাঁতরে যান, তৈরি করুন নিজের এক ঢেউ, নিজের এক সত্ত্বা।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Shark Tank Bangladeshspot_img

Most Popular

Recent Comments