হ্যালো সবাইকে! চলুন ঢুকে পড়ি শার্ক ট্যাংক বাংলাদেশের এক্সাইটিং জগতে, পরিচয় করিয়ে দিচ্ছি শার্ক কাজী এম হাসানের সাথে। তিনি শুধুই শার্ক না, বিজনেসের সাগরে তিনি আস্ত সুনামি!
দাঁতভাঙা সব ডিগ্রির কথা যদি বলি, কাজীর কাছে সবই আছে। অক্সফোর্ড থেকে এমবিএ? চেক! এসিসিএ, ইউকে থেকে ফেলো চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট (এফসিসিএ)? চেক। এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ- সেটাও আছে! তিন তিনটা বড়ো ডিগ্রি- এমন হ্যাটট্রিক কজন করে? আমাদের এই শার্ককে কি একটু নার্ড বলা যায়? নাহ, জ্ঞানেই তো আসল সৌন্দর্য!
কাজীর ক্যারিয়ার? দাঁড়ান, দম নিয়ে নিই, একটানা বলে যেতে হবে! বিএটি (BAT) থেকে শুরু, তারপর সোজা ইউকে তে আইবিএম (IBM) এ চাকরি। সেখান থেকে কনসাল্টিং, সিএফও (CFO) অ্যাডভাইজরিজ, বড়ো বড়ো সেইলস। এরপর, জাদুর ছড়ি নিয়ে ইউরোপ, আমেরিকা আর মিডল ইস্ট। কোনও মহাদেশ বাকি রাখছেন না!
এরপর জার্নি শুরু গ্রামীনফোনে, কাজ করেছেন চিফ বিজনেস অফিসার হিসেবে। তাঁর দিকনির্দেশনায়, এই টেলকো পরিণত হয় এক বিরাট টেকনোলজি কোম্পানিতে, প্রবেশ করে আইসিটি/আইওটি সার্ভিসে। তাঁর ছোঁয়ায় একটা জাদু আছে, না? শার্ক না ডেকে কি যাদুকর ডাকবো?
দাঁড়ান, আরও আছে! কাজী এক জায়গায় থেমে থাকার মানুষ নন, ডেলোয়ট, ইউকে তে সিনিয়র ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসেবে বড়ো বড়ো কোম্পানির হয়ে রেভিনিউ কামিয়েছেন, আইবিএম ইউকে, এবং বিএটি বাংলাদেশের হয়ে ফাইন্যান্স ও মার্কেটিং এর বড়ো পোস্টে কাজ করেছেন।
শেষ না! তাঁর এই ক্রিয়েটিভিটি ক্যারিয়ারের গণ্ডিতেই বাঁধা নয়। তিনি যুক্ত আছেন “অ্যাডভাইজরি কমিটি অফ এসিসিএ বাংলাদেশ” এ। একইসাথে তিনি “গ্লোবাল এসিসিএ ফোরাম” এ বাংলাদেশের প্রতিনিধি। মনে হচ্ছে তাঁর কাছে হ্যারি পটারের টাইম টার্নারটা আছে, একেকবার সময় পিছিয়ে একেক কাজ করছেন!
তিনি শুধুই ট্যাংকের একজন শার্ক নন, তিনি উদ্যোক্তাজগতে এক শক্তিশালী ব্যক্তিত্ব। মার্কেট রিসার্চ, রিয়েল এস্টেইট, সোর্সিং- সবদিকেই কোম্পানি খুলেছেন এবং সবদিকেই জিতছেন!
এবার ট্যাংকে তিনি কীসের খোঁজে এসেছেন? বড়ো আইডিয়া। বড়ো মনোবল। বড়ো লক্ষ্য। ছোটো নাম্বারে তাঁর মন ভিজবে না, তাঁর চাই বড়ো সাফল্য! আর কেন না? ছোটো জয়ে কি আর মন ভরে?
তৈরি হোন, স্বপ্নবাজেরা! ট্যাংক আপনাদেরকেই ডাকছে! বাকিরা, চলুন বসে পড়ি, আর দেখি কাজীর কাজ আমাদের উদ্যোক্তাদের কোন পথে এগিয়ে নিয়ে যায়। রেডি তো, আজকের জার্নি মজার হবে! বঙ্গতে শার্ক ট্যাংক বাংলাদেশ দেখুন, সময় দারুণ কাটবে- এই গ্যারান্টি আমার!